Sign up to get update news about us
59 Sonargaon janpath Road, Sector 07, Uttara
Plot 02, Road 21, sector 14, Uttara
45 Rabindra Sarani,Sector 03, Uttara
আপনার যে কোন প্রশ্ন থাকলে এখানে করতে পারেন। আমরা আপনাকে কল ব্যাক করবো।
আমাদের নতুন ও পুরাতন দের জন্য আলাদা আলাদাভাবে কোর্স আছে, আপনি পছন্দ করে একটা কোর্স নিয়ে ক্লাস শুরু করতে পারবেন।
আমরা সাধারণত সকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শেখাই এর মধ্যে আপনার সময় মতো আপনি এসে শিখে যাবেন।
আমাদের সাধারনত সপ্তাহে ৬ দিন ড্রাইভিং ক্লাস ও শুক্রবার থিয়োরি ও অটোমোবাইল ক্লাস থাকে।
আপনি আপনার ছুটির দিন গুলাতে বেশি বেশি সময় দিয়ে শিখে নিতে পারবেন, এছাড়া যে কোন সময় আপনি একটু সময় পেলেই আমাদের সাথে যোগাযোগ করে এসে ক্লাস করতে পারবেন।
সেক্টর এর ভিতরেই শেখানো হয়, প্রথম দিকে ফাঁকা রাস্তা গুলাতে, আস্তে আস্তে বিজি রাস্তা গুলাতে নিয়ে যাই। মাঝে মধ্যে দিয়াবাড়ি যওয়া হয়।
আমাদের প্রতিটা ক্লাস ইনডিভিজুয়াল, একজন ক্লাস শেষ করবে অন্যজন গাড়িতে উঠবে। একসাথে গ্রুপ ক্লাস হয় নাহ এখানে।
আপনাদের সুবিধাজনক স্থান থেকে শিখতে পারবেন। জম জম এর পাশেই সেক্টর ৭ এ, সেক্টর ৩ এ এবং সেক্টর ১৪ থেকে শিখতে পারবেন।
অন্য দিন করে নিতে পারবেন, তবে আমাদের জানাতে হবে যে আপনি আসবেন নাহ। না জানিয়ে ক্লাস মিস দিলে সেটা নাও পেতে পারেন।
আমাদের মহিলা ও পুরুষ দের জন্য পৃথক গাড়ি আছে। টয়োটা ১১১,১১০, ১০০ এবং ইই৯০ এই চার ধরনের গাড়ি ব্যবহার করি।
জ্বি, আপনি যে কোন দিন ভর্তি হয়ে সেই দিন থেকেই ক্লাস শুরু করতে পারবেন।
আপনি চাইলে ৩-৭ দিনের মধ্যে ও শেখা সম্ভব, আপনাকে বুঝতে হবে গাড়ি চালানো তেমন কঠিন কোন বিষয় নাহ।
পার্কিং এর জন্য একটা Crush কোর্স নিয়ে নেন, সব ধরনের পার্কিং শেখাই দিবো, কোন ব্যাপাট ই নাহ।
লাইসেন্স এর জন্য সকল প্রিপারেশন, পেপার ওয়ার্ক ও সার্কিব সাহায্য পাবেন, চিন্তার কোন কারন নাই।
আমাদের মাধ্যমে করাতে পারবেন, আমরাই সহোযোগিতা করবো।